Breaking
28 Dec 2024, Sat

সোমবার ঝাড়গ্রামের চারটি আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় প্রথম দফার নির্বাচন। আগামী ২৭ মার্চ ঝাড়গ্রাম জেলার ৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। সেই মতো প্রতিটি দলেই তাদের গুটি সাজাতে শুরু করে দিয়েছে।

গত ২ মার্চ থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম তোলা এবং জমা দেওয়ার কাজ। আগামী কাল অর্থাৎ ৯ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু এখনও পর্যন্ত প্রধান দুই দল তৃণমূল এবং বিজেপি মনোনয়ন ফর্ম জমা দেয়নি। জানা যাচ্ছে, শেষ দিন অর্থাৎ আগামীকাল ওই দু’টি দলের প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দেবেন। এদিন মনোনয়ন ফর্ম জমা দেয় সিপিআইএম। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই তারা প্রার্থী দিচ্ছে। এদিন পার্টি অফিস থেকে মিছিল করে মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন। সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ যাদব বলেন,‘ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই আমরা মিছিল করে মনোনয়ন ফর্ম জমা দিয়েছি।’ এদিন মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন বহুজন সমাজবাদী পার্টি ও SUCI, তারাও ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভার আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে। এদিন দুপুরে মনোনয়ন ফর্ম জমা দিতে আসে শিবসেনা। ঝাড়গ্রাম জেলা শিবসেনার সভাপতি মধুসূদন সিংহ বলেন,‘আমরা ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনেই প্রার্থী দেব। আজকে আমরা গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছি। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে আমি নিজেই দাঁড়াচ্ছি। জেতার ব্যাপারে আমরা একশো শতাংশ আশাবাদী।’ এদিন দুপুরে ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন ঝাড়গ্রাম জেলার সহ-সভাপতি প্রসেনজিৎ দে বলেন,‘যেহেতু এবছর সংযুক্ত মোর্চা একসঙ্গে লড়াই করছি তাই আমরা সিপিএমকে সমর্থন করে বিভিন্ন জায়গায় তাদের পাশে দাঁড়াবো।’

Developed by