ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কার এরিয়ায় মৃতদেহ? এহেন প্রশ্নের উত্তর খুঁজতে সময় পেরিয়ে গেল ৬ ঘন্টা। যদিও এখনও উত্তর পাওয়া যায়নি। দ্বন্দ্বে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও বেলিয়াবেড়া থানা। দুই থানার অফিসাররা বুঝে উঠতে পারছেন না সুবর্ণরেখা নদীর ওই এলাকা কোন থানার অন্তর্গত। জলে কি আর দাগ দেওয়া আছে? তা নিয়ে দ্বন্দ্ব বেড়েছে। নদীর একপাশে গোপীবল্লভপুর অন্যপাশে বেলিয়াবেড়া থানার এক্তিয়ার। সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় মানুষজন। কিন্তু এক হাঁটু সুবর্ণরেখার জলে মৃতদেহ ভেসে এল কিভাবে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষজন। জানা গিয়েছে, মৃতদেহ ভেসে থাকার জায়গার পাশে রয়েছে বালি খাদান। তাহলে তাঁরা কেন দেখতে পেল না? কোথা থেকে এল মৃতদেহ তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে পুলিশ থেকে সাধারণ মানুষের মনে। মৃতদেহের শরীরের একাংশ পোড়া ও পরনে কাপড় রয়েছে। এমনকি মৃতদেহের শরীরে পচনও ধরে গিয়েছে। তাহলে কি বাইরের থেকে মৃতদেহ এনে এখানে ফেলা হয়েছে? নাহলে মৃতদেহকে চিহ্নিত করতে পারছেন না কেন বাসিন্দারা? এসব নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে!