Breaking
24 Dec 2024, Tue

ছুটির দিনে ভিড় সব্জী বাজারে রবিবাসরীয় প্রচার সারলেন সিপিএম প্রার্থী মধুজা সেন রায়

সব্জী বাজারে রবিবাসরীয় প্রচার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ছুটির দিনে ভিড় সব্জী বাজারে রবিবাসরীয় প্রচার সারলেন সিপিএম প্রার্থী মধুজা সেন রায়। ঝাড়গ্রাম শহরে রবিবার সব্জী বাজারে আর পাঁচটা দিনের থেকে বেশি ভিড় হয়। আর সেই ভিড়ে একসঙ্গে সকল মানুষের সাথে আলাপ-চারিতা করে ভোট প্রচার করে ফেললেন রাজ্য-রাজনীতির ময়দানে লড়াকু নেত্রী মধুজা সেন রায়। সিপিএমের ঝাড়গ্রাম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ যাদব, সিপিআই নেতা অসীম রায়,প্রতীক মৈত্র , মহিলা নেত্রী যুথিকা মাহাতো, রেখা হেমব্রমরাও ছিলেন প্রার্থীর সঙ্গে।

Developed by