Breaking
1 Nov 2024, Fri

হারের হ্যাট্রিককেই ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী করল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ
হারের হ্যাট্রিককেই ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী করল তৃণমূল। বুধবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন বীরবাহা হাঁসদা। যোগদানের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম আসনের জন্য তাঁর নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পরেই তৃণমূলের একাংশ কর্মীদের অন্দরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। ঝাড়গ্রামের এক তৃণমূল কর্মী নাম না প্রকাশ করার শর্ত জানিয়ে বলেন , ঝাড়গ্রামে বহু দিন ধরে যে সমস্ত নেতা কর্মীরা নিজের রক্ত ঝরিয়ে দলকে ক্ষমতায় এনেছে । প্রতিনিয়ত বিজেপির সঙ্গে লড়াই করে চলেছে। ঝাড়গ্রামের প্রার্থীর জন্য আমাদের দলে কেউ ছিলেন না? এরকম একজনকে প্রার্থী করলো যে নির্বাচনে হারের হ্যাট্রিক করেছে।
 
প্রসঙ্গত , ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম বিধানসভায় ঝাড়খণ্ড নরেন পার্টির প্রার্থী হয়ে বীরবাহ ভোট পেয়েছিল ১৮১৬টি। , বীরবাহার চেয়ে কংগ্রেসের ভোট বেশি ছিল । ২০১৬ সালে বিনপুর বিধানসভায় ঝাড়খণ্ড নরেন পার্টি থেকে প্রার্থী হয়ে ৭০৯৪টি ভোট পেয়েছিল । ২০১৩ সালে ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ড থেকে ঝাড়খণ্ড নরেন পার্টি থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন বীরবাহা । সেখানেও হাতে গোনা ৬৯টি ভোট পেয়েছিলেন তিনি । তবে তিনবার হার হলেও । এবার বিরবাহা তাঁর মা ঝাড়খন্ড নরেন পার্টির নেত্রী চুনিবালা হাঁসদার হাত ছেড়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন । এবার কি বীরবাহার ইতিহাস বদল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তুমুল জল্পনা রাজনৈতিক মহলে!
 

Developed by