Breaking
1 Nov 2024, Fri

ছত্রধর মাহাতো সহ পাঁচজন যেতে পারবেন না রাজ্যের বাইরে, যেতে গেলে অনুমতি নিতে হবে আদালতের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এক সিপিএম কর্মী খুনের ঘটনায় ও বাঁশতলায় স্টেশনে ট্রেন হাইজ্যাকের ঘটনায় ছত্রধর মাহাতো সহ আরো পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ। এর আগে একাধিকবার তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ জিজ্ঞাসাবাদ করে।এনআইএকে পূর্ণ সহযোগিতা করে ছত্রধর মাহাতো সহ পাঁচজন। এনআইএ ছত্রধর মাহাতো সহ ৫ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়ে ২৪ তারিখ আবার শুনানির দিন ধার্য করেছে আদালত। উচ্চ আদালতের নির্দেশ দিয়েছে, “রাজ্যের বাইরে ছত্রধর মাহাতো সহ পাঁচজন কোথাও যেতে পারবে না। যদি এরা কোথাও যায় এনআইএ ও আদালতের নির্দেশ মেনে যেতে হবে।” রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে বলে ছত্রধর মাহাতোও অভিযোগ করেন। ছত্রধর মাহাতো আরো বলেন,”যে আমি আগেও সহযোগিতা করেছি এখনো সহযোগিতা করব। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে।” তিনি বলেন,” আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। জঙ্গলমহলের প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রাথীরা জয়লাভ করবে।”

Developed by