Breaking
24 Dec 2024, Tue

প্রার্থী ঘোষণা না হলেও ‘খেলা হওয়ায় ডাক দিয়ে’ দেওয়াল লিখন বিধায়ক চূড়ামনি মাহাতোর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার ঠিক পরের দিন থেকেই সমস্ত রাজনৈতিক দল প্রচারের জন্য মাঠে নেমে পড়েছে। কোনো রাজনৈতিক দলই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। যদিও এখনও কোনো রাজনৈতিক দলের প্রার্থী এখনও ঘোষণা হয়নি। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে ২৭ মার্চ বিধানসভা নির্বাচন। এবছর ঝাড়গ্রাম জেলায় তৃণমূল, বিজেপি, সিপিএমের পাশাপাশি শিবসেনাও জোরকদমে মাঠে নেমে পড়েছে। সবচেয়ে মজার বিষয় এবছর সবারই স্লোগান “খেলা হবে”। বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামণি মাহাতোকে দেখা গেল তাঁর নিজের গ্রাম আমলাচটিতে দেওয়াল লিখন করতে। তিনি নিজে হাতে দেওয়াল লিখনে লিখলেন,”আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে।”

Developed by