Breaking
24 Dec 2024, Tue

ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টার জঙ্গলমহল জুড়ে, চাঞ্চল্য এলাকায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে আগামী ২৭ মার্চ। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে নির্বাচন এর জন্য মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়পত্র জমা নেওয়ার কাজ। ঠিক সেই দিন থেকেই জঙ্গলমহল ফের উত্তপ্ত হয়ে উঠল মাওবাদী পোস্টারে। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার মালাবতী, চিয়ানবেড়া, পলাশবনী সহ বিভিন্ন গ্রামের রাস্তায় ও বিভিন্ন বাড়ির দেওয়ালে ও গাছে এবং বেলপাহাড়ি থানার বিভিন্ন গানে গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পাওয়া যায়। ওই পোস্টারে লেখা আছে,” বিজেপি হাটগুটাও, তৃণমূল কংগ্রেস দুরহাটাও”। শেষে লেখা রয়েছে,” সিপিআই মাওবাদী”। সেই সঙ্গে জঙ্গলমহলে ‘ভোট বয়কট’ এর ডাক দিয়েছে মাওবাদীরা। তা উল্লেখ রয়েছে পোস্টারে, যে ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে। বহু পোস্টার রাস্তাঘাটে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা কেউ মুখ খুলতে চায়নি। তাই বিধানসভা নির্বাচনের আগে মাওবাদীরা রয়েছে বলে তারা জানান দিচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। ওই পোস্টারকে নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি এবং সিপিএম কংগ্রেস কেউ মুখ খুলতে চায়নি। তবে ওই পোস্টার কারা দিয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। সেই সঙ্গে ওই এলাকাগুলিতে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Developed by