Breaking
24 Dec 2024, Tue

শালবনিতে বামফ্রন্টের সিপিএমের প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। গড়বেতা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হবেন তপন ঘোষ। নারায়ণগড় কেন্দ্রে সিপিএম প্রার্থী হবেন প্রাক্তন ডি ওয়াই এফ এর সর্বভারতীয় সভাপতি তাপস সিনহা। ঝাড়গ্রাম কেন্দ্রে সিপিএম দলের প্রার্থী হচ্ছেন মধুজা সেন রায়। বুধবার আনুষ্ঠানিকভাবে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাই সূর্যকান্ত মিশ্রের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী করতে চলেছে তাপস সিনহা কে বলে সিপিএম সূত্রে জানা যায়। তবে গড়বেতার প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে গড়বেতায় প্রার্থী না করে তাকে প্রার্থী করা হচ্ছে শালবনি বিধানসভা কেন্দ্রে। অপরদিকে গড়বেতা কেন্দ্রে সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ তপন ঘোষ কে সিপিএম প্রার্থী করছে বলে সিপিএম দল সূত্রে জানা যায়। ইতিমধ্যে সুশান্ত ঘোষ শালবনি বিধানসভা কেন্দ্র এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন। দীর্ঘদিন বাদে বেনাচাপড়া গ্রামে গিয়ে নিজের এলাকায় তিনি প্রচার করেছেন। তাই এবার শালবনি বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে রাজনৈতিক মহলের অনুমান। একদিকে তৃণমূল কংগ্রেস, অপরদিকে বিজেপি, সেই সঙ্গে রয়েছে সিপিএম দলের প্রার্থী সুশান্ত ঘোষ। মঙ্গলবার থেকেই ওই এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করেছে সিপিএম দলের কর্মীরা। তাদের আশা এবার শালবনি কেন্দ্রে সুশান্ত ঘোষ কে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্রীকান্ত মাহাতো। এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল। তা সত্ত্বেও শ্রীকান্ত মাহাতো গ্রামের পর গ্রাম ঘুরে প্রচার করছেন। কারণ এবারের নির্বাচন খুবই কঠিন। তাই খাওয়া-দাওয়া বন্ধ করে তিনি গ্রামে গ্রামে প্রচার শুরু করে দিয়েছেন। অপরদিকে বিজেপির কে প্রার্থী হবে তা এখনো ঠিক হয়নি। তা সত্ত্বেও বিজেপি কর্মীরা ও নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। তাই নজরকাড়া কেন্দ্র হয়ে উঠছে এবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্র।

Developed by