Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম ব্লকের বৈদা এলাকায় প্রায় ৫০ টি হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির আশঙ্কা!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ফের হাতির দলের আক্রমন ঝাড়গ্রাম ব্লকের বৈদা এলাকায়। যার ফলে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। সোমবার প্রায় ৫০টি দাঁতাল হাতি ঝাড়গ্রাম ব্লকের বৈদা এলাকায় ঢুকে পড়ে। যার ফলে বৈদা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ওই গ্রামের এক চাষির দুই বিঘা জমির ভুট্টো চাষ হাতির দল নষ্ট করে দেয়। যার ফলে ওই চাষি বিপাকে পড়েছেন। এছাড়াও আলু চাষের জমিতে গিয়েও ব্যাপক ক্ষতি করছে হাতির দলটি। সেই সঙ্গে লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে। গ্রামবাসীরা বনদপ্তরকে বিষয়টি জানিয়েছেন। বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় হাতির দল তাণ্ডব চালিয়েছিল। কয়েকদিন আগে হাতির হামলায় একজনের মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীরা ক্ষতিপূরণ এর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তার পরেও ফের হাতি এলাকায় চলে আসায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। তাই লোকালয়ে হাতির হামলা রুখতে গ্রামবাসীরা রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার পর একা একা রাস্তায় চলাচল করতে নিষেধও করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে,‘হাতি গুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তা সত্ত্বেও হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

Developed by