ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের মুখে খড়গপুরের কৌশল্যায় নাকা চেকিং এর সময় উপযুক্ত নথি না থাকায় দু’জনের কাছ থেকে সাত লক্ষ টাকা বাজেয়াপ্ত করলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট! জানা গিয়েছে, এঁরা হলেন দাঁতনের ঘোলাইয়ের দুই ইঁট ব্যবসায়ী। এবং একজন রেলের ঠিকাদার। ইট ব্যবসায়ীদের দাবি,‘রয়ালটি জমা দেওয়ার জন্য টাকা নিয়ে ব্লক ভূমি দফতরে যাচ্ছিলেন।’ পাল্টা পুলিশের বক্তব্য,‘উপযুক্ত নথি তাঁদের কাছে ছিল না। আরেকজন রেলের ঠিকাদার। ডেপুটি ম্যাজিস্ট্রেট সঠিক নথি না থাকার জন্য সাত লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন।’