Breaking
23 Dec 2024, Mon

নির্বাচনের আগেই ঝাড়গ্রামে শিবসেনাতে যোগদানের হিড়িক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী ২৭ শে মার্চ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে নির্বাচন হবে। তার প্রাক্কালে প্রতিদিন শিবসেনা দলে মানুষ যোগদান করছেন বলে দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসূদন সিংহ জানান। সোমবার ঝাড়্গ্রাম জেলা কার্যালয়ে এসে বেলপাহাড়ি এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী শিবসেনা দলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসূদন সিংহ। উল্লেখযোগ্য ভাবে যোগদান করেন বিশিষ্ট লেখক জয়দেব দাস, তাঁর হাতেও তিনি পতকা তুলে দেন। সেই সঙ্গে মধুসূদন সিংহ বলেন,’আগামী কয়েক দিনের মধ্যে আরো বহু মানুষ শিবসেনা দলে যোগদান করবেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। যারা শিবসেনা দলে যোগদান করেছেন তাদের সকলকে তিনি স্বাগত জানিয়েছেন। বিধানসভা নির্বাচনে দলের যিনি প্রার্থী হবেন তাকে জয়ী করার জন্য কাজ করারও নির্দেশ দিয়েছেন।’

Developed by