Breaking
23 Dec 2024, Mon

সঠিক বেতন না পেয়ে ঝাড়গ্রাম করোনা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন কর্মরত কর্মীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের করোনা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো ঝাড়গ্রামের করোনা হাসপাতালে কর্মরত কর্মীরা। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ করোনা হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখানো শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি,’করোনা হাসপাতাল শুরু হওয়ার পর থেকেই আমরা করোনা হাসপাতালে কাজ করছি। কিন্তু দিনে দিনে করোনা রোগীর সংখ্যা কম হওয়ায় ঠিকাদার তাদের এক-দুজন করে কর্মী ছাটাই করা শুরু করে।’ গায়েত্রী মাহাতর অভিযোগ,’ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ প্রায় ২০ জন কর্মীকে ঠিকাদার কাজে আসতে বারণ করে।’ তারা জানায়,’আমাদের যখন কাজ দেওয়া হয় তখন আমাদেরকে ঠিকাদার বলেন বেতন ১০ হাজার ৫০০ টাকা এবং ৬০ বছর পর্যন্ত তারা কাজ পাবে। কিন্তু তারপরে দেখা যায় তাদের হাতে ৬ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে। বাকি ৪ হাজার ৫০০ টাকা পিএফের নামে কাটা হয়। কিন্তু তাদের পিএফের কোনো কাগজ দেওয়া হয় নি।’ দাবি না মানা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

Developed by