Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামের চারটি বিধানসভায় নজরদারির জন্য ১৬টি ফ্লাইং স্কোয়াড গাড়ির সূচনা করলেন নির্বাচনী আধিকারিক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম বিধানসভার চারটি বিধানসভা কেন্দ্রের উপর নজর রাখার উদ্দেশ্যেই ১৬টি ফ্লাইং স্কোয়াড গাড়ির সূচনা করলেন ঝাড়গ্রাম জেলার নির্বাচন আধিকারিক আয়েশা রানি এ। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়, ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ গোস্বামী সহ জেলার আধিকারিকগণ। ৪টি বিধানসভা কেন্দ্রে নজর রাখার উদ্দেশ্যেই এই ফ্লাইং স্কোয়াডের গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে এবং বিভিন্ন জায়গায় চেকিং করবে। গত শুক্রবার সন্ধ্যায় বিধানসভা নির্বাচনের দিন ঠিক হওয়ার ঠিক দুদিন পরে এই স্কোয়াডের গাড়ির সূচনা করলেন। আজ ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয় থেমে সবুজ পতাকা নেড়ে এই ১৬টি ফ্লাইং স্কোয়াডের গাড়ির সূচনা হয়। জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই ১৬টি ফ্লাইং স্কোয়াডের গাড়ি নজর রাখবে বিভিন্ন কার্যকলাপের উপর।

Developed by