Breaking
23 Dec 2024, Mon

সারা রাজ্যে কবে কোথায় ভোট গ্রহণ দেখুন…

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সারা রাজ্যে কবে কোথায় ভোট গ্রহণ দেখুন।পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ৮ দফায় ভোটগ্রহণের ঘোষণা করল নির্বাচন কমিশন। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ হবে।
প্রথম দফার ভোট ২৭ মার্চ। পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ওয়ান, পূর্ব মেদিনীপুর পার্ট ওয়ান।  

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান। 

তৃতীয় দফায় ভোটগ্রহণ ৬ এপ্রিল। 

চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল। হাওড়া পার্ট টু, হুগলি পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট থ্রি।

পঞ্চম দফার ভোটগ্রহণ ১৭ এপ্রিল। উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি। 

ষষ্ঠ দফায় ৪৩টি আসন। ভোটগ্রহণ ২২ এপ্রিল। উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু।

সপ্তম দফায় নির্বাচন ৩৬টি আসনে। ভোটগ্রহণ ২৬ এপ্রিল। মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ।   
অষ্টম দফায় নির্বাচন ২৯ এপ্রিল। ৩৫টি কেন্দ্র। মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর। 

Developed by