Breaking
23 Dec 2024, Mon

নিষ্প্রভ ‘উজ্জ্বল’ উজ্জ্বলতা ছড়াল সাঁকরাইল ও বেলপাহাড়ীতে তৃণমূলের জনসভায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নিষ্প্রভ ‘উজ্জ্বল’ উজ্জ্বলতা ছড়াল সাঁকরাইল ও বেলপাহাড়ীতে তৃণমূলের জনসভায়। উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারী তৃণমূলের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত তাঁর সোশ্যাল মিডিয়া মাধ্যমে বিজেপি নেতা শমিক ভট্টাচার্যের একটি পোস্ট শেয়ার করেছিলেন। যা থেকেই শুরু হয়েছিল জল্পনা। তাহলে কি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন? এই প্রশ্ন ছড়িয়েছিল তৃণমূলের অন্দরে। এ বিষয়ে তিনি অবশ্য জানিয়ে ছিলেন,’ তাঁর ফেসবুকের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। তিনি সেই পোস্টটি পরে মুছে ফেলেছিলেন।’ যদিও তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি দলীয় কর্মসূচিতে গরহাজির ছিলেন উজ্জ্বল। অবশেষে তৃণমূল নেতাদের অন্দরের সেই জল্পনা উড়িয়ে ফের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন তিনি। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ও বেলপাহাড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজ্যের মুখপাত্র কুনাল ঘোষ। সেই সভাতে উপস্থিত ছিলেন উজ্জ্বল দত্ত নিজেই। সাঁকরাইলের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণও করেন তিনি। বেলপাহাড়ীতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘সারা পশ্চিমবঙ্গে নৈরাজ্য সৃষ্টি করে মিডিয়াকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চাইছে। যে সিপিআইএমকে মোকাবিলা করতে পারে, দুবৃত্তদের মোকাবিলা করতে পারে, সে সিপিআইকে, ইডি কেও মোকাবিলা করতে পারে। সেই কর্মী কোনো পরিস্থিতির দ্বারা আমরা প্রভাবিত হতে পারি না। দলে থেকে দলের বিশ্বাসঘাতকতা করতে পারি না আমরা। আমরা সেই কর্মী, সে দিন থেকে লড়াই করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি মনে করেন ফুল বিছানো রাস্তার উপর হাঁটতে হাঁটতে ক্ষমতায় এসেছেন আপনি ভুল করছেন। হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীকে হারিয়ে স্বজন কে হারিয়ে রক্তাক্ত রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে ক্ষমতায় এসেছেন। আমরা সেই কর্মী আমাদেরকে কোনো প্ররোচনা প্রভাবিত করতে পারে না। আজকে বলছে আর নয় অন্যায়। কি অন্যায় আমরা করলাম? আজকের এই লালগড়ের ব্রীজ এটা অন্যায়! আজকে জঙ্গলমহলে ২ টাকা কেজি চাল যেটা বিনা পয়সায় দিদি দিচ্ছেন সেটা অন্যায়? আজকে দুয়ারে সরকার যার যা সমাধান আবেদন যার যা চাহিদা ছিল সেটা সমাধান করে দেওয়া অন্যায়? এলাকায় নৈরাজ্য, লুন্ঠন করতো সেটা বন্ধ করে দেওয়া অন্যায়? এটা যদি অন্যায় করি যুগ যুগ ধরে করবে তৃণমূল কংগ্রেস। মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, রুজি রুটির স্বার্থে এই কাজ আমরা করবো যতই তুমি চিৎকার করো অন্যায় অন্যায় অন্যায়!”

Developed by