Breaking
23 Dec 2024, Mon

অবশেষে রাজনীতির মঞ্চে বক্তব্য রাখলেন সুকুমার পুত্র সুরজিৎ হাঁসদা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার বেলপাহাড়ীর জনসভায় নিজেকে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করলেন বিধানসভার প্রয়াত ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার পুত্র সুরজিৎ হাঁসদা ।কয়েকদিন আগের থেকে ঝাড়গ্রাম শহরের কয়েকটি ওয়ার্ডে ঘুরে ঘুরে নিজের বাবার প্রতি মানুষের আস্থা রাখার জন্য তাদের কৃতজ্ঞতা জানিয়ে জনসংযোগের কাজ করছিলেন। তখনই ঝাড়গ্রাম জেলার রাজনীতির অন্দরে তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়। সবাই মনের মধ্যে একটি ধারণা করে নেয় হয়ত এবার রাজনীতিতে নামতে চলেছেন সুকুমার পুত্র সুরজিৎ! সেই সন্দেহেই বাস্তবে রূপ নেয় বৃহস্পতিবার বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ীতে তৃণমূল কংগ্রেসের ডাকা একটি জনসভাতে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। সেই রাজনৈতিক জনসভাতেই প্রকাশ্যে প্রথম রাজনৈতিক বক্তৃতা রাখতে দেখা গেল প্রয়াত ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার পুত্র সুরজিৎ হাঁসদাকে ।
সুরজিৎ বলেন,”টিএমসির বি টিম হল বেইমান। বিশ্বাস ঘাতকদের দল তারা যেখানে ক্ষমতা সম্পত্তি পাবে সেখানেই চলে যাবে।” মমতা ব্যানার্জীর দুয়ারে সরকার প্রকল্পের ভুয়সী প্রশংসা করেন সুরজিৎ। এদিনের জনসভা থেকে মমতা ব্যানার্জির সরকারকে তৃতীয়বার বাংলার ক্ষমতায়
প্রতিষ্ঠা করার জন্য জনগণের কাছে আবেদন জানান সুরজিৎ। সুরজিৎ এভাবে রাজনীতির মঞ্চে হঠাৎ করে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করে উঠাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Developed by