ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে গত ২০ ফেব্রুয়ারী ১২ কোম্পানি বাহিনী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। কিন্তু ঝাড়গ্রাম জেলায় নতুন করে কোন কেন্দ্রীয় বাহিনী আসেনি। ঝাড়গ্রাম জেলায় ১৮৪ ও ২৩২ নম্বর ব্যাটালিয়নের নয় কোম্পানি বাহিনী আগের থেকেই এখানে আছে, তারাই বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার বাঘুয়াসল, বালিপাল, হিজলা এলাকায় সকাল থেকে রুট মার্চ শুরু করল। তারা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।