Breaking
23 Dec 2024, Mon

শাল গাছে পেরেক মেরে লাগানো হয়েছে এলইডি লাইট, সোশ্যাল মাধ্যমে সরব নাগরিকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের ঐতিহ্য শাল গাছ। আর সেই শাল গাছে পেরেক মেরে লাগানো হয়েছে এলইডি লাইট। সেই ছবি পোস্ট করে সরব হয়েছেন শহরের নাগরিক মৃণাল ব্যানার্জী। আর সেই পোস্টে একাধিক নাগরিক এই প্রতিবাদে সোচ্চার হয়েছেন। ঝাড়গ্রাম শহরের হাসপাতাল মোড় থেকে তেঁতুলতলার দিকে যেতে বাম দিকের শাল গাছে এহেন দৃশ্য চোখে পড়বে। এ বিষয়ে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশও ঝাড়গ্রাম পুরসভার দৃষ্টি আর্কষণ করছে। আশাকরি পুরসভার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে ঐতিহ্যের শাল গাছ বাঁচাতে উদ্যোগী হবে।

Developed by