Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে রবিবার পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১৯৫২ সালের আজকের দিনে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বাংলাদেশের ছাত্ররা সমবেত হয়েছিলেন, সেদিন সেই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়ে যায় কয়েকজন ছাত্র, সেই শহীদদের স্মরণে প্রতিবছরই আজকের দিনটিতে রাজ্যের এবং জেলার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। রবিবার ঝাড়গ্রাম জেলার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে দপ্তরের তথ্যকেন্দ্রে যথাযথ মর্যাদার সাথে দিনটিকে পালন করা হয়। শহীদদের স্মরণ এবং পুষ্পার্ঘ্য নিবেদন এর মাধ্যমে ভাষা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক পীযূষ গোস্বামী, এছাড়াও ঝাড়গাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস এবং ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন অনেকেই উপস্থিত হয়েছিলেন এবং শহীদের প্রতি গান,নৃত্য, কবিতা এবং মাতৃভাষা দিবস সম্পর্কে বক্তব্য রাখেন। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর আধিকারিক সঞ্জয় চক্রবর্তী বলেন,”আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে সারা রাজ্যেই অনুষ্ঠান হচ্ছে আমরাও ঝাড়গ্রাম জেলায় জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের তথ্যকেন্দ্রে আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করলাম, এবং শহীদদের স্মরণ করলাম।”

Developed by