Breaking
23 Dec 2024, Mon

হাতির হানায় আলু জমিতে বিকেলে মৃত্যু হল এক চাষির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বিকেলে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের লালগড় থানার রাসমণ্ডল গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম নন্দ চালক(৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বিকেলে নন্দবাবু আলু জমিতে আলু তুলছিলেন। হঠাৎই একটি হাতি তাকে তাড়া করে এবং ছুটতে না পেরে জমিতে পরে যায়, তখনই নন্দবাবুকে হাতটি শুড় দিয়ে তুলে আছড়ে মারে। ঘটনাস্থলেই মারা যান নন্দবাবু। পরে লালগড় থানা থেকে পুলিশ এসে তার দেহকে তুলে নিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, ৪০-৫০টি হাতির দল প্রতিনিয়তই তাদের গ্রামের মধ্যে প্রবেশ করছে, গ্রামে ঘর বাড়ির সবজি সব নষ্ট করে দিচ্ছে। বনদপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না।

Developed by