Breaking
23 Dec 2024, Mon

শনিবার তিন ঘন্টা ঝাড়গ্রামে রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি নেতা-কর্মী সমর্থকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ঝাড়গ্রাম পাঁচ নম্বর রাজ্য সড়কে অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার সকাল ১০টা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলি তে ঝাড়গ্রাম জেলা বিজেপির সম্পাদক সঞ্জিত মাহাত এর নেতৃত্ব পথ অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকরা। এর ফলে অবরুদ্ধ হয়ে যায় রাজ্য সড়ক, রাস্তার দু’পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায় যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি, এই অবরোধের জেরে সাধারণ মানুষদেরকে ভোগান্তির শিকার হতে হয়। অবরোধকারীদের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোগ্য ব্যক্তিদের বাড়ি না দিয়ে যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদের নাম নথিভুক্ত করা হয়েছে, এছাড়া চাষীরা তাদের সঠিক দামে নিজেদের ধান বিক্রি করতে পারছেনা দুটি জায়গাতে সম্পূর্ণ দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বিজেপির ঝাড়গ্রাম জেলা সম্পাদক সঞ্জিত মাহাতো বলেন ঝাড়গ্রাম ব্লকের যেখানে যেখানে বিজেপি পরিচালিত প্রধান রয়েছে সেখানেই বিডিও ম্যাডাম দুর্নীতি করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার ক্ষেত্রে আমরা চাইছি এই তালিকা পুনরায় যাচাই করে তৈরি করা হোক এবং সেখানে যোগ্য ব্যক্তিরা স্থান পাক, তাই আমরা আজ এই রাজ্য সড়ক অবরোধ করেছি।’ অবরোধ শুরু হওয়ার আধঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় ঝাড়্গ্রাম থানার পুলিশ কিন্তু তাতেও অবরোধকারীরা অবরোধ না তুললে, অবশেষে ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিতিত হন এবং অবরোধকারীদের দাবি মেনে নেওয়ার পর দুপুর দেড়টা নাগাদ এই অবরোধ উঠে যায়।

Developed by