Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম ডিএফও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দিল ঝাড়গ্রাম জেলার অস্থায়ী বন মজদুর ইউনিয়ন বিভাগীয় কমিটি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের ডিএফও অফিসে গণসমাবেশ ও গণবিক্ষোভ কর্মসূচি পালন করল ঝাড়গ্রাম জেলার অস্থায়ী বন মজদুর ইউনিয়ন বিভাগীয় কমিটি। এদিন কয়েকদফা দাবি নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। তাদের দাবিগুলি হল -১) অস্থায়ী বনকর্মীদের কে স্থায়ী করতে হবে। ২) অস্থায়ী বনকর্মীদের কোন রূপ ছাটাই করা চলবে না। ৩) প্যাকেজভুক্ত বনকর্মীদের পদ সৃষ্টি করে স্থায়ী করতে হবে। ৪) অস্থায়ী বনকর্মীকে পুনঃবহাল করতে হবে। ৫) বনসৃজন ও ভূমিক্ষয় রোধে যথেষ্ট সদিচ্ছা গ্রহণ করতে হবে। ৬) অস্থায়ী কর্মীদের বেতন যত সময়ে দিতে হবে। ৭) ন্যায্য কাজে ন্যায্য মজুরি দিতে হবে। ৮) ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। ৯) অস্থায়ী বনকর্মীদের ব্যক্তিগত কাজ করানো চলবে না। ১০) হাতি তাড়ানো হুলা পার্টিদের ২৬ দিন কাজ দিতে হবে এবং যথা সময়ে পাওনা মিটিয়ে দিতে হবে। ১১) বনকমিটি গুলোকে স্থায়ীভাবে বিশুদ্ধ জলের ব্যবস্থা করে দিতে হবে। ১২) অস্থায়ী বনকর্মীদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ দিতে হবে।

Developed by