Breaking
24 Dec 2024, Tue

পাখির চোখ জঙ্গলমহল, ১৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে জনসভা করে ভোটের ময়দানে নামতে চলেছে শিবসেনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পাখির চোখ জঙ্গলমহল, ১৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে জনসভা করে ভোটের ময়দানে নামতে চলেছে শিবসেনা। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রামে বিশাল জনসভা করতে চলেছে। ঝাড়গ্রাম জেলার শিবসেনার সভাপতি মধুসূদন সিংহ জানান,’আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুরে শিবসেনার ডাকে ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাবের মাঠে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিবসেনার রাজ্য সভাপতি শান্তি দত্ত, শিবসেনার মহারাষ্ট্রের সেক্রেটারি দিলীপ পল্লীকর। সরকারি ও বেসরকারি চাকুরিতে বাংলায় ৮০ শতাংশ বাঙালীর সংরক্ষন করতে হবে।’

Developed by