Breaking
24 Dec 2024, Tue

মানবিকতার নজির গড়ল নয়াগ্রামের এক সিভিক ভলেন্টিয়ার পৃথিনাথ মুর্মু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মানবিকতার নজির গড়ল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের এক সিভিক ভলেন্টিয়ার। একটি কুকুর বাচ্চা কাঁচের জারের মধ্যে মুখ ঢুকে যায়। দীর্ঘক্ষণ চটপট করার পরেও পথ চলতি মানুষেরা দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলে যায়। নজরে আসে নয়াগ্রাম থানার এক সিভিক ভলেন্টিয়ার পৃথিনাথ মুর্মুর। সে এগিয়ে গিয়ে কিছুক্ষন চেষ্টার পর কাঁচের জার থেকে কুকুর বাচ্চাটির মুখ বের করতে সক্ষম হয়। সিভিকের এহেন মানসিকতাকে কুর্নিশ জানায় ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশও।

Developed by