Breaking
24 Dec 2024, Tue

ভোটের আগে সীমান্ত এলাকায় নাকা চেকিং শুরু করল আবগারি দপ্তর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :  ভোটের আগে সীমান্ত এলাকায় নাকা চেকিং শুরু করল আবগারি। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচিড়ায় জেলা আবগারি দপ্তরের সুপার অনির্বাণ স্যানালের নেতৃত্বে এই অভিযান চলে।রাত পর্যন্ত চলে এই অভিযান ।মূলত ভিনরাজ্য থেকে কোন চোলাই এরাজ্যে ঢুকছে কিনা এবং এখান থেকে কোন চোলাই বাইরে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয় ।

Developed by