Breaking
24 Dec 2024, Tue

বেলপাহাড়ির বামুনডিহা হাইস্কুলের গ্রেফতার হওয়া প্রধান শিক্ষককে জামিন দিল আদালত


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বেলপাহাড়ির বামুনডিহা হাইস্কুলের গ্রেফতার হওয়া প্রধান শিক্ষককে জামিন দিল আদালত। গত শুক্রবার দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে অনলাইনে ক্লাসের সময় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার করে প্রধান শিক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে। শনিবার ঝাড়গ্রাম আদালতে হাজির করে বেলপাহাড়ি থানার পুলিশ। শুক্রবার স্কুলের খোলার পর তাঁকে ঘিরে সন্ধ্যে সাতটা পর্যন্ত বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে বেলপাহাড়ি থানার পুলিশ। শনিবার ঝাড়গ্রাম সিজেএমের ভারপ্রাপ্ত বিচারক সমরজিৎ রায়ের এজলাসে তোলা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী ফুরগেল হাঁসদা বলেন,‘আমার মক্কেলকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। সবদিক বিচার করে বিচারক জামিন মঞ্জুর করেছেন।’

Developed by