ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বদলি হলেন ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি। শুক্রবার রাজ্যের অতিরিক্তি মুখ্য সচিব বিবেক কুমারের স্বাক্ষরিত এক বদলির অর্ডার প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চির জায়গায় আসছেন শৈইক ফারিদ জে। তিনি কাশিংয়া এর ডিএফও পদে ছিলেন। আর বাসবরাজ এস হোলেইচ্চি বদলি হলেন ওয়ার্ল্ডলাইফ, প্ল্যানিং এণ্ড রিসার্চের সিএফ পদে।