Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রামে বিজেপির সভাপতি জেপি নাড্ডার সভার জন্য বাস তুলে নেওয়ায় দুর্ভোগে সাধারণ নিত্যযাত্রী!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের মুখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে মঙ্গলবার ঝাড়গ্রামের লালগড় থেকে পরিবর্তন যাত্রার সূচনা করতে চলেছে বিজেপি নেতৃত্ব। লালগড়ের সজীব সংঘের ময়দানে বিকেলে সভাও করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর তার জেরে মিটিং এ যাওয়ার জন্য ঝাড়গাম জেলা জুড়ে তুলে নেওয়া হয়েছে প্রচুর সংখ্যক বেসরকারি বাস। এর জেরে বিপাকে পড়তে হয়েছে সাধারণ নিত্যযাত্রীদের। প্রতীক্ষালয়ে, রাস্তার মোড়ে চোখ তাকিয়ে বাসের অপেক্ষায় বসে থাকলেও বাসের দেখা মিলছে না। কয়েকটি রুটে সরকারি বাস চললেও তাও হাতে গোনা মাত্র। অনেকেই অটো মালবাহী গাড়ি ভাড়া করে নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছে।এদিন সকালে ঝাড়গ্রাম জেলা শহরের পাঁচমাথা মোড়ে মাদপুর থেকে চাষের কাজ সেরে ৩০ জন শ্রমিককে অপেক্ষা করতে দেখা যায়, তাদের মধ্যে একজন শ্রমিক বলেন, ” আমরা চাষের কাজের জন্য বাইরে গেছিলাম এখন আমরা বেলপাহাড়ি যাব কিন্তু কোনো বাস না থাকায় দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করছি, কখন বাড়ি ফিরব, কখন বাস পাব, কিছুই বুঝতে পারছি না।”

Developed by