Breaking
24 Dec 2024, Tue

মানিকপাড়া থেকে বালিভাসা ৬ নম্বর জাতীয় পর্যন্ত ডবল লেন রাস্তার নতুন কাজের শুভারম্ভ করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মানিকপাড়া থেকে বালিভাসা ৬ নম্বর জাতীয় পর্যন্ত ডবল লেন রাস্তার নতুন কাজের শুভারম্ভ করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ।রবিবার মানিকপাড়ার বেলতলা এলাকায় পুজো ও যজ্ঞ হওয়ার পর রাস্তার কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার আগে নারকেল ফাটিয়ে কাজের শুভারম্ভ করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পূর্ত দপ্তরের (সড়ক) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণপদ মাহাতো। গত ৭ অক্টোবর রাস্তার শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই রাস্তার কাজ শুরু হল। ডবল লেন রাস্তাটি ২৩ ফুট চওড়া হবে। মানিকপাড়া বাজার এলাকায় কভার ড্রেন তৈরি করা হবে। ৯ কিমি রাস্তার মাঝে দুটি ব্রিজ এবং ৮টি কালভার্ট তৈরি হবে বলে জানিয়েছে পূর্ত দপ্তর।

Developed by