Breaking
24 Dec 2024, Tue

জঙ্গলমহলে ফের বিজেপিতে ভাঙন! দহিজুড়ি অঞ্চলে ২০টি পরিবার তৃণমূলে যোগ দিলেন কর্মী সম্মেলনে


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বিনপুর ১নং ব্লকের দহিজুড়ি ৪নং অঞ্চলে বুথভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলন করে তৃণমূল। উপস্থিত ছিলেন জঙ্গলমহলের ভূমিপুত্র তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, ঝাড়গাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাহাতো, বিনপুর ১ নং ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহাতো, যুব সভাপতি রাজু হাঁসদা প্রমুখ। এদিন কর্মী সম্মেলনে দহিজুড়ি অঞ্চলে ২০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

Developed by