Breaking
23 Dec 2024, Mon

রামচন্দ্রপুর আদিবাসী হুলগৌরিয়া ক্লাবের উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গোপীবল্লভপুর ২ নং ব্লকের খাড়বান্ধি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর আদিবাসী হুলগৌরিয়া ক্লাবের পরিচালনায় রবিবার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হল। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং, সহ-সভাপতি কালিপদ সুর, বিশিষ্ট সমাজসেবী হরিপুর্ণ নায়েক, দুলাল মাণ্ডি, আশীষ দে প্রমুখ। এদিন সকলকে আদিবাসী গানের মাধ্যমে নৃত্য পরিবেশন করে স্বাগত জানায় বাসিন্দারা।

Developed by