Breaking
24 Dec 2024, Tue

সর্বভারতীয় সভাপতি ঝাড়গ্রামে আসার তিনদিন আগেই বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপির গ্রাম পঞ্চায়েত ‘দখল’ করল তৃণমূল


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঝাড়গ্রামে আসার আগেই বড়সড় ভাঙন বিজেপিতে! তিনদিন পর ঝাড়গ্রামের লালগড়ে আসছেন জেপি নাড্ডা। সেখান থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করবেন তিনি। কিন্তু তার আগে বিজেপির কপালে ভাঁজ ফেলেছে তৃণমূল। বিজেপি পরিচালিত ছত্রী গ্রাম পঞ্চায়েত শনিবার বিকেলে ‘দখল’ করল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে ছত্রী গ্রাম পঞ্চায়েতে ৮টি আসনে বিজেপির ৬ জন এবং তৃণমূলের ২ জন জয়ী হন। এদিন বিজেপির প্রধানের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ তুলে বিজেপির নির্বাচিত দুই মহিলা সহ ৩ জন পঞ্চায়েত সদস্য সুলেখা মাহাতো, লক্ষী খিলারী, অচিন্ত্য মাহাতোরা তৃণমূলে যোগ দেন। যার ফলে ছত্রী গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল। এই মুহূর্তে তৃণমূল ৫ আর বিজেপি ৩। শুধু পঞ্চায়েত সদস্যই নয় ঘোলাই বুথ সভাপতি গৌতম মাহাতো, বালিভাষা বুথ সভাপতি গগণ মাহাতোরা এদিন তৃণমূলে যোগ দেন।

Developed by