Breaking
24 Dec 2024, Tue

সাঁকরাইলে নেকড়ের আক্রমণে এক মহিলা সহ জখম তিন, সকালে মৃত অবস্থায় পাওয়া গেল নেকড়েকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে নেকড়ের আক্রমণে জখম হলেন এক মহিলা সহ তিন জন। জখমদের বাড়ি সাঁকরাইলের ডাহিপাল গ্রামে। বাসিন্দা নাম কৃপধুতি প্রধান নামে একজন ভর্তি আছেন ঝাড়গ্রাম হাসপাতালে। গ্রামবাসীরা দুদিন আগে থেকে অজানা প্রাণীকে এলাকায় ঘুরে বেড়াতে দেখে। সাধারণ মানুষের মনে করেছিলেন, জন্তুটি হয়তো বন বিড়াল জাতীয় কোন প্রানী হবে। তাই নতুন প্রানী হলেও আক্রান্ত হওয়ার ভয় ছিল না। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় কৃপধুতি ও তাঁর স্ত্রীর উপর আক্রমণ করে ওই প্রাণীটি তখনই চেনা যায় এটি নেকড়ে। অবশেষে এদিন সকালে ওই নেকড়ের মৃতদেহ দেখতে পাওয়া যায়। কে বা কারা ওই নেকড়েকে মেরেছে তা নিয়ে ধন্দে বনদপ্তর। গ্রামবাসীদের কাছে কোনো সদুত্তর মেলেনি।

Developed by