Breaking
24 Dec 2024, Tue

প্রাচীন লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য সাঁকরাইলে শুরু হল তিন দিনের যাত্রা উৎসব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রাচীন লোকসংস্কৃতিকে সকলের মাঝে তুলে ধরতে রাজ্য সরকার জেলায় জেলায় শুরু করেছে লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী সিআরডি হাইস্কুলের মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক আয়েশা রানি এ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, রবিন টুডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোরমা পাত্র। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ৫ ফেব্রুয়ারী থেকে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই উৎসব। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী এ বলেন,”লোকসংস্কৃতি আমাদের পরিচয়। আমাদের রাজ্যে নানা জাতির নানা সংস্কৃতি রয়েছে। সেগুলো রক্ষা করতে হবে আমাদের। এগুলো আমাদের আসল পরিচয়। এগুলো ছেড়ে এগিয়ে গেলে আমরা উন্নয়ন করতে পারব না।”জেলাশাসক জেলাবাসীকে এই ধরণের মেলা গুলোতে সাধারণ মানুষদের আরো বেশি করে অংশগ্রহণ করতে বলেছেন।

Developed by