Breaking
23 Dec 2024, Mon

প্রতিভাবান অন্ধ তরুণ ক্রিকেটার শুভেন্দু মাহাতোর পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রতিভাবান অন্ধ তরুণ ক্রিকেটার শুভেন্দু মাহাতোর পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। ২৪ বছর বয়সী ওই ক্রিকেটারের বাড়ি ঝাড়গ্রামের শালবনি গ্রামে। সে আগামী ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ‘নাগেশ ট্রফি ব্লাইন্ড ক্রিকেট’ খেলার জন্য বাংলা দলে যুযোগ পেয়েছেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় স্তরের ওই প্রতিযোগিতা চলবে। বেঙ্গালুরু যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের সামর্থ্য ছিল না শুভেন্দুর। শুভেন্দু সিএবিবি-র (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফর ব্লাইন্ডস) চিঠি দিয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের কাছে ১৯ হাজার টাকার সাহায্য চেয়ে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস ক্রিকেটার শুভেন্দু মাহাতোর হাতে প্রতীকী চেক তুলে দেন। এদিন টাকা পেয়ে শুভেন্দু বলেন,‘টাকার সমস্যা ছিল বেঙ্গালুরু যাওয়ার জন্য। সভাধিপতির ম্যাডামের সাহায্যের ফলে আমি জাতীয় স্তরের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব। উনার কাছে আমি কৃতজ্ঞ।’ মাধবী বিশ্বাস বলেন,‘শুভেন্দুর আবেদন মত জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ওই টাকা দেওয়া হয়েছে। ওর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এদিন আমি তাঁর হাতে প্রতীকী চেক তুলে দিয়েছি।’

Developed by