Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামে দলের প্রতিষ্ঠা লগ্নের নেতৃত্বদের গুরুত্ব বাড়ালো তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে দলীয় নেতা-কর্মীরা। সেখানে উল্টো পথে হেঁটে গুরুত্ব বাড়ালো ঝাড়গ্রামে দলের প্রতিষ্ঠা লগ্নের নেতৃত্বদের। তৃণমূল ক্ষমতায় আসার পর নতুনদের ভিড়ে যাঁরা ‘কোণঠাসা’ হয়ে পড়েছিল। কিন্তু দলবদল করেননি। ‘সুবিধাবাদী’ দলেও ভিড়ে যাননি। তৃণমূলের পতাকাকে নিয়ে এগিয়েছেন তাঁরা। এবার সেই সব দলের জন্মলগ্নের আদি নেতৃত্বের গুরুত্ব বাড়ালো তৃণমূল। রাজ্য নেতৃত্বের অনুমোদনক্রমে গত বুধবার ঝাড়গ্রাম জেলা কমিটির বৈঠকে তাঁদেরকে অন্তর্ভুক্ত করা হয়। দলের জন্মলগ্নের ঝাড়গ্রাম শহরের যুব নেতা অনিল দাস অবিভক্ত মেদিনীপুর জেলার যুব সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু দল ক্ষমতায় আসার পর পদ হারায়। কিন্তু দল ছাড়েননি। এবার সেই অনিল দাসকে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম পুরসভার বাম বিরোধী কাউন্সিলর হিসেবে পরিচিত শহরের ১১ নম্বর ওয়ার্ডের তপনকুমার সিংহকে এতদিন দলের কোন পদ দেওয়া হয়নি। কিন্তু ইদানিং তিনি সক্রিয় রাজনীতিতে থেকে দূরে ছিলেন। এবার সেই লড়াকু নেতাকে তৃণমূল জেলা কমিটির সদস্য করেছে। পাশাপাশি শহরের দুই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মুখ আশিষ সিংহ ও উত্তম দত্তকে কোন পদে ছিলেন না। তাঁদেরকে দলের জেলা কমিটির সদস্য করা হয়েছে। পাশাপাশি রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশনের দীর্ঘদিনের নেতা গোপাল দত্তকে জেলা কমিটির সদস্য করা হয়েছে। অন্যদিকে, গোপীবল্লভপুর-২ ব্লকের তৃণমূলের সংগঠনের ভিত শক্তকে করেছেন কালীপদ সুর। এবার সেই কালীপদকে দলে গুরুত্ব বাড়িয়ে জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল।

Developed by