Breaking
23 Dec 2024, Mon

স্ব-মহিমায় ৩ এ পা…মানুষের আশীর্বাদে দুর্বার গতিতে এগিয়ে চলেছে ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দেখতে দেখতে দুই পেরিয়ে আমরা তিনে পা দিলাম। স্ব-মহিমায় ও নিজস্ব ভঙ্গিমায় এগিয়ে চলেছে আপনাদের সকলের প্রিয় ঝাড়গ্রাম জেলার একমাত্র সর্বাধিক প্রচারিত নিউজ পোর্টাল ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ’। সাধরণ মানুষের পাশের থাকার অঙ্গীকার নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল আজ থেকে তিন বছর আগে ঠিক আজকের দিনটিতে। ‘মানুষের সাথে খবরের মাঝে’ আমাদের পোর্টালের ক্যাচ-লাইন। মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না সকলকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চলেছি নিরন্তর। ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকার খুঁটিনাটি খবরের ডালি নিয়ে আমরাই প্রথম হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনাদের অকৃপণ সাহায্যের হাত আমাদেরকে এগিয়ে যেতে সাহস ও উৎসাহ যুগিয়েছে। উপনিষদের সেই ‘চরবৈতি’ মন্ত্রকে শিরোধার্য করেই এগিয়ে চলেছে আপনাদের জেলার ভালোবাসার মুখপত্র ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ’। ইতিমধ্যে যার পাঠক সংখ্যাও ৫০ লাখ অতিক্রান্ত করেছে। করোনার অতিমারির কালেও আমাদের সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের কাছে সমস্ত খবর তুলে ধরেছে। দিন দিন বেড়ে চলেছে মানুষের প্রত্যাশা। রঙ চড়িয়ে মিথ্যের আশ্রয় নিয়ে নয়, খবরের সত্যতা যাচাই করে আমরা হাজির হই আপনাদের কাছে। যা কিনা আমাদের দায়বদ্ধতা আপনাদের কাছে। আজ এই শুভ জন্মলগ্নের তৃতীয় বর্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আগামীর দিন গুলিতেও আপনারা আমাদের পাশে একই রকম ভাবে থাকবেন এই আশা রাখি…

Developed by