Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় সাংবাদিকদের ১০০ মিটার দৌড়ে প্রথম হলেন ‘বর্তমান’ পত্রিকার সাংবাদিক রঞ্জন পাল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় সাংবাদিকদের ১০০ মিটার দৌড়ে প্রথম হলেন ‘বর্তমান’ পত্রিকার সাংবাদিক রঞ্জন পাল। দ্বিতীয় হলেন ‘বাংলা ভারতের’ সাংবাদিক সৌরজিৎ ভট্টাচার্য, তৃতীয় হলেন ‘এক্সপ্রেস নিউজের’ সাংবাদিক ইন্দ্রজিৎ মণ্ডল। এদিন ঝাড়গ্রাম জেলা স্টেডিয়ামের মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন। তাঁরা হলেন রাজু সিং, রবীন্দ্রনাথ মাইতি, সমীর মাহাতো, শিবু দণ্ডপাট, অরূপ পাল, বুদ্ধদেব বেরা। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্ৰহণকারী সকল সাংবাদিকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান ‘ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবে’র সভাপতি সুমন সিনহা। ‘ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবে’র সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন,’জেলা পুলিশের এহেন উদ্যোগে সাংবাদিক-পুলিশের সম্পর্ক আরো মেলবন্ধন ও দৃঢ় হল।’

Developed by