Breaking
23 Dec 2024, Mon

পার্থ চট্টোপাধ্যায়কে ‘দলবিরোধী’ কাজ করার জন্য ‘অপসারিত’ করল তৃণমূল নেত্রী


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়কে ‘দলবিরোধী’ কাজ করার জন্য ‘অপসারিত’ করল তৃণমূলের নদীয়া জেলা কমিটির সভাপতি মহুয়া মৈত্র। সোমবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র নিজে সোশ্যাল মিডিয়ায় সেই অপসারণের চিঠি পোস্ট করেছেন। সেই চিঠিতে লেখা রয়েছে,‘দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূলের নদিয়া জেলা কমিটির সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হল।’ পার্থ চট্টোপাধ্যায় রানাঘাটের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন পুরপ্রধান শুধু নন, তিনি বর্তমানে পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান দায়িত্বেও রয়েছেন। সেই সঙ্গে মহুয়া দেবী চিঠিতে জানিয়েছেন,‘আপনার কাছে থাকা তৃণমূলের অফিসিয়ালি বিভিন্ন জিনিসপত্র ফেরত দেবেন।’ সূত্রের খবর, তিনি বিজেপির সঙ্গে বেশ কয়েক দিন যোগাযোগ রেখে চলছিলেন। এমনকি বিজেপিতেও যোগদানের সম্ভাবনা রয়েছে। তাই আগের থেকেই দলের নদীয়া জেলা তৃণমূলের সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দিল বলে রাজনৈতিক মহলের মত। এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন,‘ছোটবেলা থেকেই শুনে আসছি ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি পদের মানে ভাইপো। মানে গুরুত্বহীন পদ। তাই জেলা কমিটির ওই সহ সভাপতির পদ পেয়ে এতদিন খুশি ছিলাম না, আর সেই পদ চলে যাওয়াতেই থেকে অখুশি হইনি।’

Developed by