ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের বেডে শুয়ে স্বাস্থ্যসাথীর কার্ড পেলেন অসু্স্থ প্রতিভা হোতার পরিবার। ঝাড়গ্রাম শহরের ৪ নম্বর ওয়ার্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা বছর আঠাশের প্রতিভা হোতা। দিন পনেরো আগে প্রতিভা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। স্বামী সৌভিক হোতা ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁর স্ত্রীকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করেন। স্বামী সৌভিক হোতা বলেন,‘চিকিৎসক জানিয়েছেন স্ত্রীর লিভারে পুঁজ হয়ে গিয়েছে। অপারেশন করাতে হবে। এখানে হবে না বাইরের নিয়ে যেতে হবে। গত তিন আগে সিসিইউ থেকে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে বদলি করেছে।’ চিকিৎসকরা বাইরে নিয়ে যাওয়ার কথা বলতেই চিন্তায় পড়েন পেশায় ব্যবসায়ী সৌভিক। তিনি বলেন,‘চিকিৎসকরা বাইরের নিয়ে গিয়ে অপারেশনের কথা বলতেই আমি আমাদের ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তণ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করি। উনি পুরসভায় গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করতে বলেন। তারপরই আমি যোগাযোগ করি। এদিন হাসপাতালে গিয়ে আমার স্ত্রীর পাশাপাশি আমার আট বছরের কন্যা ও ছ’বছরের ছেলে এবং অবিবাহিত প্রতিবন্ধী দাদারও ছবি তোলা হয়। তারপর স্বাস্থ্যসাথীর কার্ড হাতে পেয়েছি। চিকিৎসকরা হাসপাতাল থেকে ছুটি দিলে বাইরে চিকিৎসা করাতে নিয়ে যাব স্ত্রীকে। কার্ড পেয়ে খুবই ভালো লাগছে।’