Breaking
23 Dec 2024, Mon

২৫৬টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে ঝাড়গ্রাম জেলা পুলিশ তুলে দিল ‘প্রত্যাপর্ণ’ অনুষ্ঠানের মাধ্যমে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলা পুলিশের সভাগৃহে ২৫৬টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল ‘প্রত্যাপর্ণ’ অনুষ্ঠানের মাধ্যমে। এদিন ছ’টি মোবাইল প্রথমে মালিকদের হাতে তুলে দেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কুলদীপ সানোয়ার, এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম এসওজি সেলের ওসি মহম্মদ আলি, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন,‘এদিন আমরা ২৫৬টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিলাম। ঝাড়গ্রাম জেলা পুলিশ এসওজি সেল এই মোবাইল গুলি উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা। এছাড়াও ২০১৯ সালে মোট ৫৮০টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছিল, যার বাজার মূল্য ৯২ লক্ষ টাকা। ২০২০ সালে ৪৫৭ টি মোবাইলটি উদ্ধার করা হয়েছিল যার বাজার মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা। বিভিন্ন সূত্র ধরে মোবাইল গুলি উদ্ধার করা হয়েছে।’

Developed by