Breaking
23 Dec 2024, Mon

নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দোপাধ্যায় হওয়ায় দেওয়াল লিখন শুরু করলেন তৃণমূল কর্মীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, গতকাল নন্দীগ্রামের জনসভা থেকে একথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘন্টা না পেরোতেই নন্দীগ্রাম বিধানসভার মধ্যে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দেখা যায় নন্দীগ্রামে বিধানসভা কেন্দ্রের কেন্দ‍্যামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ালে চুনকাম করার পর জোড়া ফুলের প্রতীকে পাশে বড় বড় করে লেখা হচ্ছে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয় যুক্ত হয় মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সভা থেকে উৎসাহ দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে।

Developed by