Breaking
23 Dec 2024, Mon

রাজনীতি ছেড়ে দেবেন, জানালেন শুভেন্দু অধিকারি!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার দুপুর থেকে নন্দীগ্রামকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির মধ্যে পারদ চড়তে শুরু করেছে। শীতের মধ্যে পারদ নামার বদলে পারদ চড়ছে তরতরিয়ে। এদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সভা করে মমতা ব্যানার্জি। সেখানে তিনি জানিয়েছেন,‘আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী হব।’ এহেন ঘোষণার পরেই রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এদিন বিকেলে দক্ষিণ কলকাতার রাসবিহারীর মোড়ে বিজেপির এক সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন,‘আগামী বিধানসভায় নন্দীগ্রামের প্রার্থী মাননীয়াকে যদি হাফ লাখ ভোটে হারাতে না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবে। লিখে রেখে দিন।’ শুভেন্দুর এই বক্তব্যে শীতের সন্ধ্যায় রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বেড়ে গিয়েছে! এখন আগামীর দিকে লক্ষ্য রাখতে হবে কার হাতে থাকবে নন্দীগ্রাম। সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে রাজ্যের সাধারণ মানুষ।

Developed by