Breaking
23 Dec 2024, Mon

তিন দিন নিখোঁজ থাকার পর বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তিন দিন নিখোঁজ থাকার পর বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে! পুলিশ জানিয়েছে, মৃতার নাম সালগে টুডু(৬০)। তাঁর বাড়ি বেলিয়াবেড়া থানার অন্তর্গত পানিফুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা সালগে টুডু প্রচুর মদ্যপান করতেন। গত তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-পরিজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও বৃদ্ধার সন্ধান পায়নি পরিবার। ছেলে পৃথীনাথ টুডু বলেন,‘তিন দিন আগে মদ্যপ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মা। আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ করে পায়নি। এদিন পুকুরের একপাশে ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মদ্যপ অবস্থায় থাকার পুকুরে স্নান করতে নেমেই বিপত্তি ঘটেছে।’ বেলিয়াবেড়া থানার পুলিশ বৃদ্ধার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Developed by