ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুর্গা পুজোর পর প্রতিমা নিরঞ্জনের আগে কলকাতার রাজপথে রাজ্য সরকারের উদ্যোগে কার্নিভালের আয়োজন করা হয়। তার সাথে তাল মিলিয়ে গত বছর থেকে ঝাড়গ্রাম জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ কুর্মি উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের যৌথ উদ্যোগে টুসু কার্নিভাল হয়। সোমবার দুপুরে ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে পদযাত্রার মাধ্যমে কার্নিভাল শুরু হয়। রবীন্দ্র পার্কে গিয়ে শেষ হয় কার্নিভাল। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, গোপীবল্লভপুর বিধানসভা বিধায়ক চূড়ামণি মাহাত এবং কুড়মী বোর্ডের ভাইস চেয়ারম্যান রথীন্দ্রনাথ মাহাত। কার্নিভালে উপস্থিত হয়েছিলেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের লোকশিল্পী, টুসু শিল্পী এবং কয়েক হাজার মহিলা। গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো বলেন,‘জঙ্গলমহলের টুসু পরব একটি ঐতিহ্য, সংস্কৃতি রয়েছে। আর এই সংস্কৃতিকে পুনুরুজীবিত করতে কুড়মী বোর্ডের পক্ষ থেকে এই কার্নিভালের আয়োজন করা হয়েছিল।’