Breaking
1 Nov 2024, Fri

বিধানসভার সম্ভাব্য জনমত সমীক্ষা প্রচার করতে না দেওয়ায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন ছত্রধর মাহাত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে বেসরকারি সংস্থার একটি সমীক্ষা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। নির্বাচনের আগে আগামী বিধানসভার একটি সম্ভাব্য জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ দেখানো নিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে তৃণমূল। তৃণমূল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করছে, ওই সমীক্ষায় আসন্ন বিধানসভায় রাজ্যে ২০০ টির বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতেই বিজেপি অস্বস্তিতে পড়েছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গ তৃণমূল রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। তিনি বলেন ” সংবাদমাধ্যম গণতন্ত্রের একটি মূল এবং সেই সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না বিজেপি, বিজেপির এক মন্ত্রী ফোন করে এক সংবাদ মাধ্যমকে এই ফলাফল প্রচার বন্ধ করে বলেছেন বলে দাবি করেন। তিনি আরো বলেন বিজেপি মুখে গণতন্ত্রের কথা বললেও আসলে এরা গণতন্ত্র বোঝে না। তাই মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে মমতা ব্যানার্জিকে বসানোর এতে কোনো দ্বিমত নেই”।

Developed by