Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মীদের মনে করোনার ভ্যাকসিন সম্পর্কিত ‘ভয়’ কাটাতে প্রথম ভ্যাকসিন নিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মীদের মনে করোনার ভ্যাকসিন সম্পর্কিত ‘ভয়’ কাটাতে প্রথম ভ্যাকসিন নিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে ৫ জন ডাক্তার, ১ জন নার্স, ১ জন অফিস স্টাফ, ১ জন্য ড্রাইভার সহ আরও দুই জন স্বাস্থ্যকর্মী করোনা ভ্যাকসিন নেন। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, এদিন জেলায় চারটি জায়গায় করোনা ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প হয়েছে। সেখান থেকে প্রতিদিন ১০০ জন করে মোট চারটি ক্যাম্পে ৪০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম , এসিএমওএইচ মিটিং হল ঝাড়গ্রাম, চিল্কিগড় গ্রামীণ হাসপাতাল এবং গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতাল করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভ্যাকসিন আসার পূর্বে থেকেই যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা ধরেই এদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
 

Developed by