Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হলো করোনার টিকাকরণ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ শনিবার রাজ্য জুড়ে শুরু হল করোনার টিকাকরণ। রাজ্যজুড়ে জেলায় জেলায় বিভিন্ন টিকাকরণ সেন্টার করে প্রতিষেধক গ্রহণ কর্মসূচি চলছে। ঝাড়গ্রাম জেলাতেও একই চিত্র দেখা গেল, ঝাড়গ্রাম জেলাতে মোট চারটি সেন্টার এ এই টিকাকরণ কর্মসূচি শুরু করা হয়েছে। ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুল, এসিএমওএইচ মিটিং হল, চিল্কিগড় গ্রামীণ হাসপাতাল ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, এই চারটি সেন্টারে প্রথম পর্যায়ে ১০০ জন করে মোট ৪০০ জনকে এই টিকা দেওয়া হবে। এবং মানুষের মনে এই ভ্যাকসিন এর সম্পর্কে অনেক সংশয় ও প্রশ্ন থাকার জন্য আমি নিজেও প্রথমেই ভ্যাকসিনটি নিয়েছেন। সাধারণ মানুষকেও এই ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

Developed by