Breaking
24 Dec 2024, Tue

ভোটের আগে বদলি হলেন ঝাড়গ্রামের পুলিস সুপার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ বিধানসভা ভোটের আগে রদবদল ঝাড়গ্রাম জেল পুলিশে। ঝাড়গ্রামের পুলিস সুপার অমিতকুমার ভরত রাঠোরকে স্যাপের ৮ নম্বর ব্যাটেলিয়ানের কমাড্যান্ট অফিসার পদে বদলি করা হয়েছে। ঝাড়গ্রামের নতুন পুলিস সুপার পদে আসছেন ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি আগে বিধাননগর পুলিশ কমিশনাররেটের ডিসি ট্রাফিক পদে ছিলেন।

Developed by