Breaking
23 Dec 2024, Mon

বুধবার মিছিল ও ডেপুটেশনকে ঘিরে যানজটে নাজেহাল ঝাড়গ্রাম শহর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ ঝাড়গ্রাম শহরের অন্যতম প্রাণকেন্দ্র হল শহরের পাঁচমাথা মোড়। পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায় জেলাশাসক, মহকুমা শাসক, আদালত সহ বিভিন্ন সরকারি অফিস রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন নিত্যদিন এখানে কাজে আসেন। অথআ বুধবার সেই ব্যস্ত দিনে শহরের চেহারা কার্যত একেবারেই অন্যরকম। ৭ জানুয়ারী কুড়মি “হুড়কা জামে”র আগে এদিন বহু মানুষজন বাজারহাট করতে বেরিয়েছেন। কিন্তু এদিন একাধিক মিছিল ও ডেপুটেশনকে ঘিরে যানজটে হাসফাঁস করছে শহর। এদিন প্রথমে এভিবিপি মিছিল করে জেলাশাসকের অফিসের সামনে যায়। যারফলে পাঁচমাথা মেড়ে দীর্ঘক্ষণ যানজট হয়। তার কিছুক্ষণ পর ভূমিজ সমাজের দীর্ঘ মিছিলকে ঘিরে ফের যানজট হয়। মানুষজন সিগন্যালে আধঘণ্টা আটকে থাকেন। ফের আবার কিছুক্ষণ পর টিএমসিপির মিছিল হয়। যারফলে যানজট ব্যাপক সৃষএহয়। যারফলে মানুষজনকে দীর্ঘক্ষণ ধরে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়। এরফলে বহু মানুষজন নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন। যানজট সামাল দিতে ট্রাফিক পুলিশ ছাড়াও ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায় ও এক ডিএসপিকে পথে নামতে হয়। শহরের পাঁচমাথা মোড়ের এক ওষুধ ব্যবসায়ী ইন্দ্রনীল ঘোষ বলেন, পাঁচমাথা মোড়ে যেন সার্কাস শুরু হয়েছে।
জেলা পুলিশের এক আধিকারিক অবশ্য স্বীকার করছেন, এদিন শহরে যানজট প্রচুর হয়েছে। সমস্যা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Developed by